এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ মে : বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একটি নির্মীয়মান উড়ালপুলের কিছুটা অংশে ফাটল নজর পড়ে বৃহস্পতিবার । আর তা ঘিরেই শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর । বিজেপির দাবি রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে নির্মান হওয়া ওই উড়ালপুলে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ৷ অন্যদিকে উড়ালপুলের ফাটলের দায় কেন্দ্রের বিজেপি সরকারের ঘাড়ে চাপিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
জানা গেছে,বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে আদ্রা খড়গপুর রেল পথের উপর ৬০ নম্বর জাতীয় সড়কের একটি রেল ক্রসিং রয়েছে । ওই ক্রসিং তুলে দিয়ে তার উপরে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর ৷ ২০১৭ সাল থেকে চলছে ১২০৬ মিটার দীর্ঘ এই উড়ালপুলের নির্মাণের কাজ । এখনও উড়ালপুলের কাজ সম্পূর্ণ হয়নি । উড়ালপুল নির্মানের জন্য রেল দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হলেও তত্ত্বাবধানের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের হাতে রয়েছে ।
জানা গেছে,এদিন উড়ালপুলের পি থ্রি পিলারের উপরের একটি অংশে আজ ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা । বিষয়টি চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যান পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা । স্থানীয় বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাসের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাটমানি খাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর তার ফলেই নির্মানের কাজ সম্পূর্ণ হতে না হতেই উড়ালপুলে ফাটলের সৃষ্টি হচ্ছে ।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, ‘উড়ালপুলের দেখাশোনা দায়িত্ব কেন্দ্র সরকারের । কারন এর নির্মানের খরচ দিচ্ছে রেল দপ্তর । বিজেপি এনিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ।’।