এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৯ মে : যত সময় গড়াচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপী বিতর্কিত কাঠামো থেকে । প্রাক্তন অ্যাডভোকেট কমিশনার অজয় মিশ্র আদালতে দু’পাতার একটি রিপোর্ট দাখিল করেছেন বারাণসীর স্থানীয় আদালতে ৷ গত ৬ ও ৭ মে জরিপের ওই রিপোর্টে জ্ঞানবাপী বিতর্কিত কাঠামোর পশ্চিম দেয়ালে শেষনাগ এবং দেবতাদের নিদর্শন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে এখনও ওই সমস্ত হিন্দু দেবতার নিদর্শনগুলি স্পষ্টভাবে বিদ্যমান ।
এছাড়া রিপোর্টে জানানো হয়েছে,প্রাচীরের উত্তর থেকে পশ্চিম দিকে,পাথরের থালায় সিঁদুরের আবরণের একটি এমবসড (Emboss) শিল্প রয়েছে । থালায় চারটি দেবমূর্তি রয়েছে । চতুর্থ চিত্রটি একটি মূর্তি এবং সিঁদুরের ঘন পেস্ট রয়েছে বলে মনে হচ্ছে । এর পাশে একটি ত্রিভুজাকার তাকে (গানুখা) ফুল রেখে প্রদীপ জ্বালানো হতো বলে রিপোর্টে উল্লেখ করেছেন প্রাক্তন কমিশনার অজয় মিশ্র ।
তাঁর এই প্রতিবেদন আদালতে রেকর্ড করা হয়েছে ।
প্রসঙ্গত,গত ৬ ও ৭ মে ভিডিও গ্রাফি জরিপের পর তথ্য ফাঁস করার জন্য অজয় মিশ্রকে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয় । তাঁর জায়গায় অজয় প্রতাপ সিং এবং বিশাল সিংকে কোর্ট কমিশনার করে আদালত । গত ১৪ ও ১৬ পর্যন্ত শ্রিংগার গৌরী-জ্ঞানবাপীতে পরিচালিত সমীক্ষার রিপোর্ট আজ সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে দাখিল করবেন অ্যাডভোকেট কমিশনার বিশাল সিং । তার আগে অজয় মিশ্রের এই রিপোর্টে উচ্ছ্বসিত বাদীপক্ষ ।।