এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৮ মে : ফ্রান্স স্পেন ও ইতালি মিলে ৮৫ জন কূটনীতিক বহিষ্কার করল রাশিয়া । তার মধ্যে ফ্রান্সের ৩৪, স্পেনের ২৭ ও ইতালির ২৪ কূটনীতিক রয়েছে । দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। ওই কূটনীতিকদের ‘উসকানিমূলক’ ও ‘অবন্ধুসুলভ’ আচরণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov)। তিনি বলেন,’ইউরোপ এমনিতেই গুরুত্ব হারিয়েছে। বৈশ্বিক শক্তি ও ব্যস্ততা এখন এশিয়া ও আফ্রিকামুখী হচ্ছে।’
এই ঘোষণার আগে বুধবার দুপুরে মস্কোতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়েঘ লেভিকে তলব করে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানায়, ফ্রান্সে রাশিয়ার কূটনৈতিক মিশনগুলোর ৪১ কর্মীকে বহিষ্কারের বিষয়টি ‘উসকানিমূলক’ ও ‘ভিত্তিহীন’। এই ধরনের পদক্ষেপ রাশিয়া-ফ্রান্স সম্পর্ক ও গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতার পক্ষে ক্ষতিকারক । রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন,’ইউরোপ থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকরা বসে নেই। তারা এখন এশিয়া ও আফ্রিকার মিশনগুলোতে যোগ দিচ্ছেন । আমরা এসব মিশনগুলির উপর বেশি করে জোর দেবো ।’
অন্যদিকে রাশিয়ার এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সের বিদেশ মন্ত্রক । তারা এই সিদ্ধান্তের নিন্দা করে জানায়,রাশিয়ার এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই কারণ রাশিয়ায় ফরাসি দূতাবাসের কর্মীদের কার্যক্রম সম্পূর্ণভাবে ভিয়েনা কনভেনশনের রূপরেখার আওতায় পরিচালিত হয় । ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির কথায়, কূটনীতিক বহিষ্কারের বিষয়টি রাশিয়ার ‘বৈরী পদক্ষেপ’ ।
উল্লেখ্য,ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ফ্রান্স, ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলো তিন শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। জবাবে রাশিয়া গত মাসে পোল্যান্ডের ৪৫ এবং জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছে। এর আগে ফিনল্যান্ড, ডেনমার্ক, রোমানিয়া, সুইডেন, জাপান, নরওয়েসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে একইরকম পাল্টা পদক্ষেপ নিয়েছিল ক্রেমলিন ।।

