এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৮ মে : সম্প্রতি আমেরিকা ও মেক্সিকোর মধ্যে ৫৩১ মিটার বা ১ হাজার ৭৪৪ ফুট দীর্ঘ একটি গোপন সুরঙ্গের হদিশ পাওয়া গেছে । সুড়ঙ্গে রয়েছে রেললাইন, বিদ্যুৎ, বায়ু নিষ্কাশন ব্যবস্থা । মেক্সিকোর তিজুয়ানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো শহরের একটি গুদাম পর্যন্ত নির্মিত বিশাল আকারের ওই সুরঙ্গটি মাদক চোরাচালানের জন্য তৈরি করা হয়েছে । সম্প্রতি মার্কিন পুলিশ অভিযান চালালে সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটিন ও হেরোইন উদ্ধার হয় । পাশাপাশি মাদক চোরাচালানের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে,সুড়ঙ্গটির গভীরতা ৬১ ফুট বা ১৮ মিটার, ব্যাস ৪ ফুট বা এক মিটার । সুড়ঙ্গটি ১ হাজার ৭৪৪ ফুট বা ৫৩১ মিটার লম্বা । গত ১৩ মে তিজুয়ানার একটি বাড়িতে থেকে বেশ কিছু গাড়ি যাতায়ত করতে দেখে সন্দেহ হয় পুলিশের । তারপর অভিযান চালাতেই গোপন সুরঙ্গের হদিশ মেলে । কোকেন চোরাচালানের সন্দেহে ওই বাড়িটির উপর বেশ কিছুদিন ধরে নজর রাখা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷
প্রসঙ্গত,আমেরিকায় মাদক চোরাচালানের অন্যতম কেন্দ্র হচ্ছে মেক্সিকো । ২০২০ সালে ক্যালিফোর্নিয়ায় এমন একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। ১৯৯৩ সাল থেকে এমন ৯০টি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে আমেরিকায় । এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ওই সুড়ঙ্গটি ছিল সবচেয়ে বড় । এটি ছিল ৪ হাজার ৩০৯ ফুট লম্বা । এদিকে একটা সুড়ঙ্গ ধরা পড়ার পরেই আর এক সুড়ঙ্গ নির্মান করে ফেলছে মাদক চক্র। ফলে মাদক পাচারকারীদের কারনে কার্যত রাতের ঘুম উড়ে গেছে মার্কিন পুলিশের ।।