দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),১৭ মে : প্রকাশ্যে মহিলার গলা থেকে প্রায় দেড় ভরি ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দিল বাইক আরোহী দুই দুষ্কৃতী । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহর এলাকায় । ঘটনার পর রওশনারা বেগম নামে ওই মহিলা এনিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন । তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ছিনতাইকারীদের কোনো হদিশ করতে পারেনি । এদিকে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,গুসকরা পুরস্কার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মুসলিমপাড়ায় বাড়ি রওশনারা বেগম নামে ওই মহিলার । তিনি বলেন,’এদিন আমার এলআইসি অফিস ও খাদ্য দপ্তরের অফিসে কাজ ছিল। প্রথমে আমি এলআইসির অফিসের কাজ সারি । তারপর একটা অফিসের পিছনের গলি দিয়ে খাদ্য দপ্তরের অফিসের দিকে যাচ্ছিলাম । আমি সংহতি পল্লি কালীতলার কাছাকাছি আসতেই ওই দুই যুবক কালো রঙের একটি বাইকে চড়ে এসে আমার কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় । আমি কালীতলার কাছে যেতেই ওরা আমার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে বাইকে চড়ে পালিয়ে যায় । সেই সময় রাস্তা ফাঁকাই ছিল । তারপর আমি গুসকরা ফাঁড়িতে এসে অভিযোগ জানাই ।’
মহিলার মুখে ঘটনার কথা শুনুন :
মহিলা জানিয়েছেন,ছিনতাইকারীদের দু’জনের গায়ের রঙ কালো । একজনের মাথায় টুপি ছিল । অন্যজনের টুপি ছিল না । অল্পবয়সী ওই যুবকদের মধ্যে একজন ডানহাতে বালা পড়েছিল । একজন আকাশি রঙের জামা পড়েছিল । পাশাপাশি তিনি জানান,তাঁর সোনার হারটি এক ভরি দু’তিন আনার মত ওজন ছিল । পুলিশ জানিয়েছে,সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।