এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,১৭ মে : গবেষণার জন্য পাথর সংগ্রহ করতে গিয়ে প্রাণ সংশয়ের মুখে পড়লেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ ভূতত্ত্ববিদ জিম ফিটনসহ (৬৬) তিন গবেষক । অপর ব্যক্তি হলেন জার্মানির নাগরিক ফলকার ভালডমান । তাঁরা ইরাকের প্রত্নতাত্ত্বিক এলাকা ইরিদু থেকে ১২টি পাথর ও মৃৎপাত্রের কিছু টুকরা সংগ্রহ করেছিলেন গবেষণার জন্য । আর তাঁদের এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরাকের একটি আদালত । তাঁদের বিরুদ্ধে প্রত্নতাত্মিক বস্তু পাচারের অভিযোগ আনা হয়েছে । উল্লেখ্য, ইরাকি আইনে প্রত্নতাত্মিক নিদর্শন পাচারের শাস্তি মৃত্যুদণ্ড ।
গত রবিবার প্রথমবারের মতো তাঁদের আদালতে তোলা হয় । সেই সময় তাঁদের গায়ে বন্দীদের জন্য বরাদ্দ হলুদ রঙের পোশাক ছিল । গত ২০ মার্চ বাগদাদ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় । ফিটন ও ফলকার তিন সদস্যবিশিষ্ট বিচারক বেঞ্চকে বলেছেন,তাঁরা কোনো অপরাধের মনোবৃত্তিতে এসব পাথর ও মৃৎপাত্রের টুকরা সংগ্রহ করেননি। একটি ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক ভ্রমণের অংশ হিসেবে তাঁরা ইরাকের দক্ষিণাঞ্চলীয় এলাকা ইরিদুতে গিয়েছিলেন । ফিটন আদালতকে জানিয়েছেন,সংগৃহীত বস্তুগুলো প্রাচীন নিদর্শন মনে করে গবেষণার উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন । এসব বিক্রি করার মতো মানসিকতা তাঁর ছিল না । কিন্তু এসব সংগ্রহ যে ইরাকি আইনে যে অপরাধ, তা তিনি জানতেন না । এদিকে ওই গবেষকদের মৃত্যুদণ্ডের বিষয়ে ইরাক সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার ।।