এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ মে : স্ত্রীর চোখের সামনেই বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল স্বামীর । রবিবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকার বেলুট গ্রামের হাড়ি পাড়ায় । পুলিশ জানিয়েছে মৃতের নাম বাপি হাজরা । সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,বছর সাতাশের যুবক বাপি হাজরা চাষবাস করতেন । তাঁর বাড়ির কাছেই রয়েছে বিদ্যুতের একটি খুঁটি । ওই খুঁটির নিচেই বাপিদের পোষা হাঁস মুরগির ঘর রয়েছে । রবিবার সন্ধ্যায় হাঁস মুরগিকে খাবার দিতে গিয়েছিলেন বাপি । আর তখনই খুঁটির সংস্পর্শে আসতেই তিনি তড়িতাহত হন । তাঁকে ছটফট করতে দেখে বাপির স্ত্রী চাপা হাজরা ছুটে আসেন । তিনি একটি লাঠির সা্হায্যে বাপিকে কোনো রকমে খুঁটি থেকে দূরে সরিয়ে দেন । পরে প্রতিবেশীদের সহায়তায় তিনি তাঁর স্বামীকে তড়িঘড়ি পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কারনে গ্রামে বেশ কিছু বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গোটা গ্রাম । রবিবার মেরামতির কাজ করে যায় বিদ্যুৎ দপ্তরের লোকজন । কিন্তু মৃত যুবকের বাড়ি সংলগ্ন ওই বিদ্যুতের খুঁটির আর্থিং তারে কোনও ভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের । তাঁদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফেলতির কারনেই একটা তরতাজা প্রাণ চলে গেলো । নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তুলেছেন গ্রামবাসীরা ৷।