এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,১৫ মে : পাকিস্থানের পেশোয়ারের সরবন্দ এলাকায় দুই শিখ ব্যাবসায়ীকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দূষ্কৃতীরা । খাইবার পাখতুনখাওয়া (কেপি) পুলিশ জানিয়েছেন সরজিত সিং(৪২) এবং রঞ্জিত সিং(৩৮) নামে ওই দুই ব্যক্তি যখন নিজের দোকানে বসেছিলেন সেই সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাঁদের গুলি করে পালিয়ে যায় । নিহত দুই ব্যবসায়ী সরবন্দের বাটা তাল বাজারে মসলার দোকান চালাতেন বলে জানা গেছে ।
এদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ,এই মর্মান্তিক ঘটনার সততার সাথে তদন্ত করা উচিত এবং দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। ঘটনা নিয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের প্রবক্তা অরিন্দম বাগচি বলেন,’ভারত পাকিস্তানের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করবে বলে আশা করি ।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খুনিদের গ্রেফতার করে এমন শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে । শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ।’
প্রসঙ্গত,খাইবার পাখতুনখোয়া এবং পেশোয়ারে শিখ বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই ধরনের প্রাণঘাতী হামলা এই প্রথম নয় । বিগত ৯ বছরে এনিয়ে ৬ জন শিখকে খুন করেছে জঙ্গিরা । যদিও এযাবৎ পেশোয়ারের সরবন্দ এলাকায় দুই শিখ ব্যাবসায়ীকে খুনের ঘটনার দায় নেয়নি কোনো সন্ত্রাসবাদী সংগঠন ।।