দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ মে : পুর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের সতীপীঠে বৈশাখি সংক্রান্তি তিথির পুজো শুরু হল । বিগত দু’বছর করোনার বিধিনিষেধের কারনে নামেমাত্র পূজো হয়েছিল । ফলে ইচ্ছা থাকলেও পূণ্যার্থীরা দেবীর দর্শন করতে পারেনি । কিন্তু এবারে বিধিনিষেধ নেই । ফলে প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয়েছে ক্ষীরগ্রামে । উৎসব মুখর হয়ে উঠেছে গোটা এলাকা ।
দেবী সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের যোগাদ্যা । কথিত আছে সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল ক্ষীরগ্রামে । ক্ষীরগ্রামে ঢোকার মুখেই রয়েছে ক্ষীরদিঘি নামে একটি বড়সড় জলাশয় । সারা বছর জলের তলায় মন্দিরের মধ্যে রাখা হয় পাথরের তৈরি প্রাচীন দেবী মূর্তিকে । সারা বছরের মধ্যে আষাঢ় নবমী, বিজয়াদশমী, ১৫ পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমী তিথিসহ ৭ বার দেবী মূর্তিকে একদিনের জন্য জল থেকে তোলা হয় । দিঘির অদূরেই মন্দির । দেবীকে মন্দিরে এনে ধুমধাম করে পূজো হয় । দেবীকে দর্শন ও পূজো দেওয়ার জন্য প্রচুর পূণ্যার্থীদের সমাগম হয় বিশেষ ওই দিনগুলিতে । তবে বড় উৎসব হয় বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে । পূর্ব বর্ধমান জেলা ও রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকে লক্ষাধিক শ্রদ্ধালু আসেন ক্ষীরগ্রামে । মেলা বসে । সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাত দিন ধরে চলে উৎসব । বিগত দু’বছর করোনার কারনে পূণ্যার্থীদের দেবীর দর্শন থেকে বঞ্চিত হতে হয়েছিল । তাই এবারের পূজোয় রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে পূজো কমিটি ।।