এইদিন ওয়েবডেস্ক,থানে,১৫ মে : সোশ্যাল মিডিয়ায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার সম্পর্কে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতালে (Ketaki Chitale) । শনিবার রাতে মহারাষ্ট্রের থানে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে । বছর তেইশের চিতালে কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন । তবে তিনি ‘তুজা আমার ব্রেকআপ’ সিরিজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন । অভিনয়ের পাশাপাশি ফার্মেসি নিয়ে পড়াশোনাও করছেন এই অভিনেত্রী । আকছারই তিনি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে বসেন।
জানা গেছে,চিতালে নিজের ফেসবুক ওয়ালে নীতিন ভাবে নামে একজন আইনজীবীর লেখা একটি কবিতা ফরোয়ার্ড করেছিলেন । যার ফলে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয় । অভিযোগ ওই কবিতায় এনসিপি প্রধান ৮১ বর্ষীয় শরদ পাওয়ারের বিরুদ্ধে আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করা হয়েছে ।
এনিয়ে চিতালের বিরুদ্ধে মুম্বাই, থানে,নভি মুম্বাই, পুনে,নাসিকসহ অন্যান্য জায়গায় অভিযোগ দায়ের করা হয় । শনিবার থানে পুলিশ তাঁকে গ্রেফতার করে ।
যদিও শারদ পাওয়ার মিডিয়ার কাছে জানিয়েছেন, তিনি অভিনেত্রীর কথা শুনেননি বা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি পড়েননি । এমনকি কেন তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে তাও জানেন না বলে জানিয়েছেন তিনি । তবে এই মামলায় এনসিপি, শিবসেনা, কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেপি, এমএনএস প্রভৃতি কোনো রাজনৈতিক দলের নেতারা ওই অভিনেত্রীর পাশে দাঁড়ায়নি ।।