এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই১৩ মে : দাউদ গ্যাংয়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) । ডি কোম্পানীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল ছোটা শাকিলের ২ সহযোগীকে । ধৃতদের নাম আরিফ আবুবকর শেখ (৫৯) এবং শাব্বির আবুবকর শেখ (৫৯)। এই দুজনেই ডি কোম্পানির বেআইনি কার্যকলাপ পরিচালনা এবং মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নে জড়িত ছিলেন বলে জানিয়েছেন এনআইএ-র এক এক আধিকারিক । এছাড়া ছোট শাকিলের আত্মীয় সেলিম কুরেশি ওরফে সেলিম ফল, সুহেল খান্দওয়ানি, সমীর হিঙ্গোরানি, অভিযুক্ত হাওয়ালা অপারেটর আবদুল কাইয়ুম, অজয় গোসালিয়া,মবিদা ভিওয়ান্দিওয়ালা, গুড্ডু পাঠান এবং আসলাম সরোদিয়া এনআইএর রাডারে রয়েছে বলে খবর ।
প্রসঙ্গত,পাকিস্তান থেকে আন্তর্জাতিক সিন্ডিকেট পরিচালনাকারী ছোট শাকিলের বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল । শাকিলের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবাদী সিন্ডিকেট পরিচালনা করার অভিযোগ রয়েছে । এনআইএর এক শীর্ষ স্থানীয় আধিকারিক বলেন, ‘পুরো সিন্ডিকেটটি সীমান্তের ওপার থেকে দাউদ গ্যাং দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা আরও ২১ জনকে তাদের সন্দেহজনক গতিবিধির জন্য ইতিমধ্যেই তলব করেছি ।’।