এইদিন ওয়েবডেস্ক,গোপালগঞ্জ(বিহার),১৩ মে : বিহারের এক আরজেডি নেতাকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলায় । নিহত নেতার নাম ডঃ রাম ইকবাল যাদব । তাঁকে রক্তাক্ত অবস্থায় হাথুয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । এদিকে খবরের কথা জানাজানি হতে বিপুল সংখ্যক আরজেডি কর্মী সমর্থক হাসপাতালে এসে বিক্ষোভ শুরু করেন । পুলিশকে হাসপাতালে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি ।অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্ষিপ্ত নেতা ও কর্মীরা গোপালগঞ্জ-পাটনা সড়ক অবরোধ করে রাখে । শেষে ঘন্টা চারেক পর পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । গোপালগঞ্জের পুলিশ সুপার আনন্দ কুমার জানান,খুনিদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত, হামলাকারীদের পরিচয় এবং গাড়ির নম্বর জানা যায়নি । খুনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় ।
জানা গেছে,বৃহস্পতিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আরজেডি নেতা রাম ইকবাল যাদব । গভীর রাতের দিকে তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময় বাইক আরোহী ৩ দূষ্কৃতী পথ আটকিয়ে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । তিনটি গুলি লাগে তাঁর শরীরে । তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় । তেজস্বী যাদবের ঘনিষ্ঠ ছিলেন রাম ইকবাল যাদব । তবে তাঁকে খুনের কারন স্পষ্ট নয় । এদিকে দলীয় নেতার খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিহারের বিরোধী দলনেতা তথা লালু যাদব পুত্র তেজস্বী ।।