এইদিন ওয়েবডেস্ক,মাদারীপুর(বাংলাদেশ),১৩ মে : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগ উঠল খোদ স্থানীয় কাউন্সিলার ও তার পরিবারের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকায় । আক্রান্ত ঝন্টু চন্দ্র মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় এনিয়ে কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, তার স্ত্রী রিক্তা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
বংশানুক্রমিকভাবে নয়াকান্দি এলাকায় বসবাস করছেন ঝন্টু চন্দ্র মণ্ডলরা । একই এলাকায় বসবাস আনোয়ার হোসেনের । জানা গেছে,সম্প্রতি ধান ঝাড়াইয়ের জন্য হারভেস্টার মেশিন ভাড়া করে আনেন ঝন্টু । একই মেশিনটি ভাড়া করেছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন। এদিকে তখন ইতিমধ্যে ঝন্টু মণ্ডলের ধান ঝাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে । ঝন্টুর ধান ঝাড়াইয়ের কাজ চলার সময় মেশিনটি আনতে যায় আনোয়ার । কিন্তু ধান ঝাড়াইয়ের কাজ শেষ না হওয়ায় মেশিন দিতে অস্বীকার করেন ঝন্টু । এনিয়ে উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয় । আনোয়ার ঝন্টুকে ধান ঝাড়াইয়ের কাজ বন্ধ রাখতে বলে । এরপর পুলিশের দ্বারস্থ ঝন্টু । বিষয়টির নিষ্পত্তির জন্য তিন পুলিশকর্মী বুধবার বিকেলে ঝন্টুর বাড়িতে আসে । পুলিশ ঝন্টুকে ধান ঝাড়াইয়ের কাজ শুরু করতে বলে । আর তখনই আনোয়ার হোসেন, তার স্ত্রী রিক্তা বেগম এবং তাদের ছেলেরা ঝন্টু মণ্ডলদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । আর তখন ঘটনাস্থলেই ছিল ৩ পুলিশকর্মী ।
অভিযোগ, কাউন্সিলরের স্ত্রী রিক্তা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে ঝন্টুদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় । তারই মাঝে কাউন্সিলর আনোয়ার একটি ইট দিয়ে ঝন্টু মণ্ডলের ছেলে উজ্জ্বলের মাথা ফাটিয়ে দেয় । বৃহস্পতিবার রাতে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার । তবে শুক্রবার সকাল পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই ।।