এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১১ মে : মুঘল শাসকদের নামাঙ্কিত দিল্লির ৬ টি সড়ক পথের নাম বদলের দাবি তুললো বিজেপি । এনিয়ে মঙ্গলবার নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলকে (NDMC) একটি চিঠি লিখেছেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত । তিনি সেই চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,দলীয় সাংসদ মীনাক্ষী লেখিসহ একাধিক জনকে ।
আদেশ গুপ্ত তাঁর চিঠিতে তুঘলক রোডকে গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডকে মহারানা প্রতাপ রোড, আওরঙ্গজেব রোডকে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মিকি রোড, বাবর লেনের পরিবর্তে বিপ্লবী ক্ষুদিরাম বোস রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন সিং রাওয়াত রোড করার প্রস্তাব রেখেছে । তাঁর কথায় এই রোডগুলি ‘মুঘল আমলের দাসত্বের প্রতীক’ ।
অবশ্য সড়ক পথের নাম পরিবর্তনের পিছনে কিছু যুক্তিও দেখিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত । তিনি লিখেছেন, ‘শিখদের দশম গুরু যিনি শিখদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন এবং ধর্ম রক্ষার জন্য নিজের ৪ পুত্রকে বলিদান দিয়েছিলেন । গোবিন্দ সিংজীর এই আত্মত্যাগকে জাতি চিরকাল মনে রাখবে। এমন একজন মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা হিসেবে, আমরা দাবি করছি যে নয়াদিল্লির তুঘলক রোড, যা মুঘল যুগের দাসত্বের প্রতীক, তার নাম পরিবর্তন করে গুরু গোবিন্দ সিং মার্গ করা হোক ।
এরপর তিনি লিখেছেন,’হিন্দুদের গর্ব, মেওয়ারের গর্ব, মেওয়ারের অহংকার, যিনি মুঘলদের সাথে প্রচণ্ড লড়াই করেছিলেন । সেই মহারানা প্রতাপের ৪৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আকবর রোডের নামকরণ মহারানা প্রতাপ মার্গ করার দাবি জানাচ্ছি । এটি কেবল আমাদের যুবকদের নয়, আগামী প্রজন্মকেও দীর্ঘকাল অনুপ্রাণিত করবে ।’
পাশাপাশি তিনি দাবি করেছেন,’দাসত্বের প্রতীক আওরঙ্গজেব লেনের নাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহান বিজ্ঞানী মিসাইল ম্যান ডঃ এপিজে আব্দুল কালাম লেন করা হোক ।একজন জ্বলন্ত এবং তরুণ বিপ্লবী দেশপ্রেমিক যিনি মাত্র ১৮ বছর বয়সে নিজের দেশের জন্য আত্মহত্যা করেছিলেন । সেই তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বোসের নামে বাবর লেনের নাম পরিবর্তন করা উচিত ।’
এছাড়া হুমায়ুন রোডের নাম মহাকাব্য রামায়ণের লেখক আদি কবি মহর্ষি বাল্মিকির নামে এবং ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের নামে শাহজাহান রোডের নামকরণ করার দাবি তুলেছেন বিজেপি নেতা আদেশ গুপ্ত ।।