এইদিন ওয়েবডেস্ক,কুইটো,১০ মে : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের জেলে দুই মাদক মাফিয়া গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪৩ বন্দীর মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও বেশ কিছু সাজা প্রাপ্ত আসামী । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । সোমবার ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সান্তো ডোমিঙ্গো দে লস সাচিলাস ( Santo Domingo de los Tsáchilas) কারাগারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে । দাঙ্গার পর প্রায় দুই শতাধিক নিরাপত্তা বাহিনী গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে । তবে তার আগেই ৪০ জন বন্দী চম্পট দেয় । যদিও পরে নিরাপত্তাবাহিনী তাদের ধরে এনে ফের জেলে ঢোকায় ।
সংঘর্ষে নিহত বন্দিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো । যদিও বর্তমানে তিনদিনের সফরে ইসরায়েলে রয়েছেন । সেখান থেকেই তিনি সংবাদ মাধ্যমের কাছে ফোনে জানিয়েছেন,এটা আসলে ‘গ্যাং ওয়ার’-এর পরিনাম ।
তবে সান্তো ডোমিঙ্গো দে লস সাচিলাস কারাগারের গ্যাং ওয়ার এই প্রথম নয় । জেলের মধ্যে মাদক মাফিয়াদের দুই গোষ্ঠীর মধ্যে ইতিপূর্বে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে । ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এযাবৎ প্রায় ৩৫০ বন্দীর প্রান গেছে গোষ্ঠী সংঘর্ষে ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।