এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,০৯ মে : প্রধানমন্ত্রী পদ থেকে মাহিন্দা রাজাপাক্ষের পদত্যাগের পর থেকেই হিংসার আগুনে জ্বলছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা । সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিসের কাছে সরকার বিরোধী ও সরকারপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । কুরুনাগালায়(Kurunagala) মাহিন্দা রাজাপাক্ষের বাসভবনে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা । আগুন ধরানো হয় কুরুনেগালার মেয়র থুশারা সঞ্জীবাস (Thushara Sanjeewas) ও প্রাক্তন মন্ত্রী রমেশ পাথিরানের(Ramesh Pathirana) বাড়িতেও ।
এযাবৎ সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । নিহতদের মধ্যে রয়েছে দেশের ক্ষমতাসীন দলের এক এমপি ও সরকার বিরোধী এক বিক্ষোভকারী । এছাড়া দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন । তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩৮ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন ।।