জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গলসি(পূর্ব বর্ধমান),০৯ মে : রাজ্যের বিভিন্ন প্রান্তের মত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম দিবস পালন করল পূর্ব বর্ধমানের গলসী ২ নং ব্লকের সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী সহ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ রায়। এছাড়াও মাল্যদান করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী হেমন্ত পাল ও চন্দন দত্ত। সরকারি নির্দেশে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় সেভাবে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত না হলেও কয়েকজন উৎসাহি ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে।
বাসুদেব বাবু বলেন,’রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাঙালি তথা সমস্ত ভারতবাসীর আবেগ। সেই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত।’ অন্যদিকে হেমন্ত বাবু বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নাই। তবুও বলব এই মহান মানুষটির কীর্তিগাথা সবার সামনে তুলে ধরার জন্য আমাদের যথেষ্ট সচেতন হতে হবে যাতে আগামী প্রজন্ম তাকে অনুভব করার সুযোগ পায় ।’।