এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৯ মে : ‘মীরজাফর’ ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । রবিবার অ্যাবোটাবাদে (Abbotabad) এক র্যালিতে শাহবাজ সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন ইমরান । তাঁকে ক্ষমতা থেকে সরানোর জন্য ফের ‘বিদেশী ষড়যন্ত্র’-এর কথা বলেন । শাহবাজ শরিফদের ‘কুটিল দালাল’ এবং বর্তমান সরকারকে ‘পুতুল সরকার’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান ।
আর ইমরান খানের এই সমস্ত বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরিফ।পাকিস্তান মুসলিম লীগ এন-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক বিবৃতি দিয়ে শাহবাজ শরিফ বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের এই বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র । ইমরান খানের এই ষড়যন্ত্র নিছক রাজনীতির মাঠের নয়, এই ষড়যন্ত্র খোদ পাকিস্তানের বিরুদ্ধে। যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বয়ান দেয় তারা ‘মীরজাফর’ ও মীরসাদিক’ ছাড়া কিছু নয় ।’ তিনি আরও বলেন, ‘ইমরান খানের বক্তব্যে রাষ্ট্র ও সংবিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।’ যদিও এখনও পর্যন্ত এনিয়ে ইমরান খানের কোনো মতামত পাওয়া যায়নি ৷।