এইদিন ওয়েবডেস্ক,বারামুল্লা,০৯ মে : রবিবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার খেরি(Kreeri) এলাকায় লস্কর-ই-তৈবার এক স্থানীয় সহযোগীকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আজাজ আহমেদ মীর । সে তিলগাম পায়েনের(Tilgam Payeen) বাসিন্দা প্রয়াত মহম্মদ রমজান মিরের ছেলে । ধৃতের কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৯ রাউন্ড পিস্তল উদ্ধার হয়েছে ।
পুলিশ জানিয়েছে,আজাজ আহমেদ মীর মূলত লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদীদের রসদ সরবরাহ করা হত । পাশাপাশি একাধিক নাশকতাতেও সে সক্রিয়ভাবে অংশগ্রহন করত । পিআরআই সদস্য এবং পরিযায়ী শ্রমিকদের উপর হামলার জন্য দায়ী মডিউলের অংশ ছিল ধৃত সন্ত্রাসবাদী । দীর্ঘদিন ধরেই তার সন্ধান চলছিল । শেষে রবিবার নির্ভরযোগ্য ইনপুটের ভিত্তিতে পুলিশ এবং ২৯ আরআর-এর যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় । কুখ্যাত এই সন্ত্রাসবাদী ধরা পড়ায় বড়সড় নাশকতা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ ।।