এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৮ মে : রবিবার বিহার জুড়ে সোশ্যাল মিডিয়ায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের মৃত্যু নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গেছে । বর্ষীয়ান এই রাজনীতিবিদ মারা গেছেন মনে করে বহু মানুষ শোক প্রকাশ করছেন,শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন । টুইটারে কেউ কেউ লালু প্রসাদ যাদবের পুরনো ছবি পোস্ট করে তা মৃত্যুকালীন ছবি বলে চালিয়ে দিতে চাইছেন । বেশ কিছুদিন ধরেই শরীর ভালো যাচ্ছে না অশীতিপর এই নেতার । তাই অনেকেই কার্যত ধরে নিয়েছেন তিনি মারা গেছে ।
কিন্তু সত্যিই কি মারা গেছেন লালু প্রসাদ যাদব ? যেভাবে গুঞ্জন উঠেছে বিহার জুড়ে তাতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে । তাই বিষয়টি নিশ্চিত করতে আসরে অবতীর্ণ হতে হয়েছে আরজেডির রাজ্যের মুখপাত্র চিত্তরঞ্জন গগনকে । তিনি সাফ জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যা প্রচার হচ্ছে তা সম্পূর্ণটাই গুজব । তিনি বলেন, ‘আরজেডির জাতীয় সভাপতি লালু প্রসাদ জীর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে । তিনি রাজ্যসভার সাংসদ ডঃ মিসা ভারতীর দিল্লির বাসভবনে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন ।’ যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আরজেডির মুখপাত্র ।।