এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,০৮ মে : দীর্ঘ ১৭ বছর ধরে কোমায় থাকা সৌদি যুবরাজের একটি ছবি পোস্ট করেছেন সৌদি রাজকুমারী রিমা বিনতে তালাল(Rima bint Talal) । তাঁর বাবা খালেদ বিন তালালের(Khaled bin Talal) সাথে ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত রাজকুমারীর দাদা প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের (Al-Waleed bin Khaled bin Talal) একটি ছবি টুইট করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ।
প্রিন্স আল-ওয়ালিদ সামরিক কলেজে পড়াশোনার সময় গাড়ি দুর্ঘটনার মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন । দূর্ঘটনার পরেই কোমায় চলে যান তিনি । ২০০৫ সাল থেকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে । তাঁর বাবা খালেদ বিন তালাল বিলিয়নিয়ার সৌদি ব্যবসায়িক টাইকুন প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই। যুবরাজের বাবা এখনও আশা করেন, তার ছেলে একদিন জেগে উঠবেই । এজন্য তিনি লাইফ সাপোর্ট খুলে নিতে অস্বীকার করেছেন ।
২০২০ সালের অক্টোবরে একবার প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল ‘স্লিপিং প্রিন্স’কে । একটি ভিডিওতে দেখা যায়, যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন । তখন পাশেই ছিলেন তাঁর আত্মীয়স্বজনরা । তাদের মধ্য থেকে কেউ হ্যালো বললে যুবরাজকে হাত নাড়িয়ে সাড়া দিতে দেখা যায় । এর আগে ২০১৫ সালেও এরকম হাত নাড়ানোর দৃশ্য দেখা গিয়েছিল । কিন্তু বিগত প্রায় দু’বছরের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি ‘স্লিপিং প্রিন্স’-এর শরীরে । তবে তাঁর বাবা খালেদ বিন তালাল এখনও ছেলের জেগে উঠার প্রতীক্ষায় প্রহর গুণে যাচ্ছেন । তাই রাজ পরিবার থেকে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার দাবি উঠলেও তাঁকে কোনো ভাবেই রাজি করানো যাচ্ছে না ।।