🌼 “স্বর্গ-নরকের স্বরপ বিচার করলে সহজেই প্রতীত হয় যে, ঐগুলি চিরস্থায়ী হইতে পারে না । যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে উহা মর্ত্যলােকেরই পুনরাবৃত্তিমািত্র হইবে—না হয় একটু বেশী সুখ, একটু না হয় বেশী ভােগ। তাহাতে বরং আরও মন্দই হইবে। এই প্রকার স্বর্গ অনেক । যাহার ফলাকাঙ্ক্ষার সহিত ইহলােকে কোন সৎকর্ম করে, তাহারা মত্যুর পর এইরপ কোন স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করে । এই দেবত্ব বিশেষ বিশেষ পদমাত্র। এই দেবতারাও একসময়ে মানুষ ছিলেন, সৎকর্ম বশে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র-বরুণাদি কোন দেব-বিশেষের নাম নহে। সহস্র সহস্র ইন্দ্র হইবেন। নহুষ মত্যুর পর ইদ্রত্ব লাভ করিয়াছিলেন, ইন্দ্ৰত্ব পদমাত্র। কোন ব্যক্তি সৎ-কর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রহিলেন, আবার সেই দেবদেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্যজন্মই শ্রেষ্ঠ জন্ম ।”