এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৭ মে : পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার দানিশ কানেরিয়া তাঁর প্রাক্তন সতীর্থ ও অধিনায়ক শহীদ আফ্রিদির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন । তাঁর অভিযোগ ছিল হিন্দু হওয়ার কারণে তাঁর সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করা হত । আফ্রিদির বিরুদ্ধে বলতে গিয়ে ‘চরিত্রহীন’, ‘জালিয়াত’ এবং ‘মিথ্যাবাদী’ প্রভৃতি শব্দ প্রয়োগ করেছিলেন ক্ষুব্ধ দানিশ । এবার এই অভিযোগ নিয়ে বলতে গিয়ে সরাসরি দানিশের চরিত্র নিয়েই প্রশ্ন তুলে দিলেন শহীদ আফ্রিদি ।
এই বিষয়ে জিও নিউজের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি বলেন,’‘সে এখন কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে? আমার ব্যবহার সম্পর্কে ওই সময়ে কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বলেনি সে? ক্রিকেটারদের জিজ্ঞেস করুন, সবাই তার (দানিশ কানেরিয়া) চরিত্র সম্পর্কে জানে।’ পাশাপাশি আফ্রিদি দাবি করেন, ‘ধর্মকে ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা ও টাকার লোভেই না কি এসব কথা বলছেন কানেরিয়া । সে আমাদের শত্রুদেশের (ভারতের) চ্যানেলে বসে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে, যা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে ।’
তবে আফ্রিদি যাই দাবি করুন না কেন পাকিস্তানের ক্রিকেট দলের সদস্য থাকার সময় দানিশ কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণের কথা আগেই ফাঁস করে দিয়েছিলে পাকিস্থানের প্রাক্তন ফাস্ট বোলার সোয়েব আখতার । ক্রিকেট বিশেষজ্ঞ ডঃ নুমান রিয়াজ আয়োজিত একটি পাকিস্তানি টিভি চ্যানেলে ‘গেম অন হ্যায়’ শীর্ষক একটি চ্যাট শোতে কথা বলার সময়, প্রাক্তন পেস বোলার বলেছিলেন, ‘হিন্দু হওয়ায় দানিশ কানেরিয়ার প্রতি প্রচুর অন্যায় করা হয়েছে । ধর্ম পরিচয়ের কারনে প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হতে হত তাঁকে । প্রায়শই সহ-খেলোয়াড়রা তার সাথে খেতেও অস্বীকার করত । একজন সমান পারদর্শী ক্রিকেটার হওয়া সত্ত্বেও কানেরিয়াকে দলের সদস্যরা কখনই সম্মান করেননি । কারণ সে একজন হিন্দু ছিল ।’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী ড্যানিশ প্রভা শঙ্কর কানেরিয়া ছিলেন দ্বিতীয় হিন্দু এবং সামগ্রিকভাবে সপ্তম অমুসলিম পাক ক্রিকেটার । কানেরিয়া পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ৩৪.৭৯ গড়ে ২৬১ টি উইকেট নিয়েছেন । তিনি মাত্র ১৮ টি ওয়ানডেতে দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন । ৪৫ এর উপরে গড়ে মোট ১৫ টি উইকেট নিয়েছেন তিনি । স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১৩ সালে কানেরিয়াকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) আজীবন নিষেধাজ্ঞা জারি করেছিল । যদিও এই অভিযোগকে মিথ্যা দাবি করে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধও করেছিলেন কানেরিয়া । কিন্তু ইংলিশ এবং ওয়েলস ক্রিকেট বোর্ডর (ECB) এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা লড়ার বিষয়ে কোনো আগ্রই দেখায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) । ফলে কানেরিয়ার ক্রিকেট জীবন শেষ হয়ে যায় ।।