দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৬ মে : স্থানীয় বালিঘাট থেকে নিয়মিত বালির গাড়ি যাতায়তের কারনে অল্প দিনেই রাস্তা বেহাল হয়ে যাচ্ছে । এই অভিযোগ তুলে ৫ টি বালির গাড়ি আটকে রাস্তায় সমস্ত বালি ফেলে দিয়ে তুমুল বিক্ষোভ দেখাল ক্ষিপ্ত গ্রামবাসী । শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের সিউর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ । সিউর গ্রামের ভিতর দিয়ে বালিবোঝাই গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে ওই পাঁচটি লরি ও চালক খালাসিদের দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় । শেষে গ্রামবাসীদের কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ ।
জানা গেছে,মঙ্গলকোটের সিউর গ্রামের প্রতিবেশী গ্রাম লাখুড়িয়া গ্রামের কাছে অজয়নদে একটি বালিঘাট রয়েছে । আর ওই বালিঘাট থেকে প্রতিনিয়ত বালি বোঝাই গাড়িগুলি গ্রামের রাস্তার ওপর দিয়ে যাতায়াত করছে। ফলে রাস্তা অল্প দিনেই নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ । মূলত নতুনহাট গুসকরা রোড থেকে লাখুড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন বালিঘাট থেকেই বালি তুলে পর পর পাঁচটি লরি আসছিল নতুনহাট গুসকরা রোডের দিকে । গ্রামবাসীরা লরিগুলিকে আটকে বালির চালান দেখতে চায় । এরপর গ্রামবাসীদের কথামত সমস্ত বালি রাস্তার উপরে ঢেলে দিতে বাধ্য হয় লরিগুলির চালকরা । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে । তখন গ্রামবাসীরা পুলিশের কাছে দাবি জানায়,সিউর গ্রামের ভিতর দিয়ে বালিবোঝাই গাড়ি চলাচল করতে হবে । পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় । লরিগুলি আটক করে থানায় নিয়ে যেতে চায় পুলিশ । কিন্তু গ্রামবাসীরা লরিগুলি ছাড়তে চায়নি । প্রশাসনিক প্রতিনিধিদের এসে এনিয়ে আশ্বাস দিলে তবেই লরি ছাড়া হবে বলে সাফ জানিয়ে দেয় গ্রামবাসীরা । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । এই বিষয়ে মঙ্গলকোটের বিডিও জগদীশ চন্দ্র বারুই জানিয়েছেন,গ্রামের ভিতর দিয়ে লরি চলাচলের বিষয়টি তাঁর জানা ছিল না । বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিডিও ।।