এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৬ মে : রুশ জেনারেলদের হত্যার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের মদত ছিল বলে দাবি করেছিল আমেরিকার একটি সংবাদপত্র । এবার আরও একটি মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রধান রণতরী ‘মস্কোভা’কে বিধ্বস্ত করার পিছনেও হাত রয়েছে মার্কিন গোয়েন্দাদের । মস্কোভা’র অবস্থান সম্পর্কে মার্কিন গোয়েন্দারা সঠিক ইনপুট দিয়েছিল বলেই ইউক্রেন সাফল্য পেয়েছিল বলে দাবি ওই সংবাদ মাধ্যমের ।
এছাড়া আরও বলা হয়েছে, রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগেভাগে কিছু জানতো কিনা সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র হামলার সিদ্ধান্তে জড়িত ছিল না বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য,গত ১৪ এপ্রিল ইউক্রেনের ২টি ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ যুদ্ধজাহাজটি ডুবে যায় । জাহাজটিতে তখন পাঁচ শতাধিক নাবিক ছিলেন । তাদের পরে অধিকাংশ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছিল রাশিয়া ।
তবে ‘মস্কোভা’ ধ্বংশের বিষয়ে মুখ না খুললেও রুশ জেনারেলদের হত্যার বিষয়ে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগনের প্রেস-সচিব জন কিরবি সংবাদ মাধ্যমকে বলেন, ‘যুদ্ধক্ষেত্রে রুশ সেনার শীর্ষ আধিকারিকদের অবস্থান সম্পর্কে আমরা কোনো গোয়েন্দা তথ্য কাউকে দিইনি । ইউক্রেন নিজস্ব তথ্যের পাশাপাশি আমাদের ও বন্ধু রাষ্ট্রগুলির কাছ থেকে যেসব তথ্য পায় সেগুলো পর্যালোচনা করার পর তারা সিদ্ধান্ত নেয় ।’
তবে আমেরিকার সংবাদ মাধ্যমের দাবি, রুশ সেনাবাহিনীকে প্রতিরোধ করতে বাইডেন প্রশাসন ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর গতিবিধি সম্পর্কে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরেই কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে । কিন্তু ইউক্রেনকে কতটুকু তথ্য দেওয়া হবে সে বিষয়েও যুক্তরাষ্ট্রের পরিষ্কার দিক-নির্দেশনা আছে। তবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে ওয়াশিংটনে মতবিরোধও আছে ।।