এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৫ মে : চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে বেশকিছু সংখ্যক রুশ সেনা নিহত হয়েছে । তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন জেনারেলও । আমেরিকার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে,বাইডেন প্রশাসন ইউক্রেনকে নিয়মিত গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল । আর তার ফলেই রুশ জেনারেলদের সহজেই টার্গেট করতে পেরেছে ইউক্রেন সেনা ।
আমেরিকার ওই সংবাদ মাধ্যমে এনিয়ে একটি প্রতিবেদনে ছাপা হয়েছে,রাশিয়ান সামরিক সদর দপ্তরের অবস্থান প্রতিনিয়তই বদল হচ্ছে । আর এই গতিবিধিত উপর উপর কড়া নজর রেখে চলেছে মার্কিন গোয়েন্দারা । পাশাপাশি রুশ সেনাদের ফোনের কথোপকথন রেকর্ড করে যাবতীয় তথ্য ইউক্রেনকে সরবরাহ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি । যার ফলে রুশ সেনার শীর্ষ আধিকারিকদের টার্গেট করা সহজ হয়ে গেছে ইউক্রেনের পক্ষে ।
ইউক্রেন দাবি করেছেন, রাশিয়া গত ৭০ দিনের যুদ্ধে প্রায় ১২ জন জেনারেলকে হারিয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি । তাদের মতে সংখ্যাটা আরো বেশি হবে । এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ ইউক্রেনীয় দেশত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে ।।