এইদিন ওয়েবডেস্ক,ভিলওয়ারা,০৫ মে : রাজস্থানের যোধপুরের পর এবার ভিলওয়াড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে । বুধবার রাতে ঘটনাটি ঘটে ভিলওয়ারার সাঙ্গানার (Sanganer) এলাকায় । জানা গেছে,এক সম্প্রদায়ের দুই যুবক স্থানীয় একটি ধাবায় খাবার খেতে গেলে তিনটি বাইকে চড়ে আসা ৭-৮ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে তাঁদের ব্যাপক মারধর করে । তারপর ওই দুই যুবকের দুটি বাইকে আগুন ধরিয়ে পালিয়ে যায় । ঘটনার কথা চাওড় হলে বেশ কিছু লোকজন জড়ো হয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে ধর্ণায় বসে পড়ে । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে । আক্রান্ত দুই যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ । এদিকে এই ঘটনার জেরে ভিলওয়ারা শহরের ইন্টারনেট পরিষেবা ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ।
ভিলওয়ারার জেলা কালেক্টর আশিস মোদী সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘দুই ব্যক্তিকে মারধর করা হয়েছে । তাদের বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল । ওই দুই ব্যক্তিরই সামান্য আঘাত লেগেছে । তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল । পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।’ পাশাপাশি গুজবে কান না দেওয়া এবং এলাকায় শান্তি বজায় রাখার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন ।
উল্লেখ্য,এর আগে । ঈদের দিন রাজস্থানের যোধপুরের জালরি গেট চত্বরের(Jalori Gate square) বালমুকন্দ বিসা সার্কেলে(Balmukand Bissa circle) গেরুয়া পতাকা খুলে ইসলামিক প্রতীক সম্বলিত পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছিল । হিংসা ঠেকাতে ৬ মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও । দু’পক্ষের সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছিল । এই ঘটনায় এযাবৎ ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।