এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মে : মুম্বাইয়ের একটি ভূয়ো সংস্থার মাধ্যমে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে চুক্তি করতে গিয়ে প্রতারণার শিকার হতে হল কলকাতার বাংলাদেশ উপদূতাবাসকে । বাংলাদেশ উপদূতাবাসের কাছ থেকে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গাঢাকা দিয়েছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামে মুম্বাইয়ের ওই সংস্থার কর্মকর্তারা । শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ ।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের একটি অনুষ্ঠানের জন্য গত জানুয়ারি মাসে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ এর মাধ্যমে শ্রেয়া ঘোষালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ উপ-দূতাবাস । চুক্তির অগ্রিম বাবদ প্রায় ৮ লাখ টাকা সংস্থার ডিরেক্টর কৃষ্ণ শর্মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমাও করে দেওয়া হয়েছিল । টাকা পাওয়ার পরে শ্রেয়া ঘোষালের হোয়াটসঅ্যাপ নম্বর এবং অফিশিয়াল ইমেইল আইডি থেকে ধন্যবাদ জানানো হয় । পাশাপাশি অনুষ্ঠানের আগে থেকে বাংলাদেশের একটি পাঁচতারকা হোটেলে দুটি রুম বুক করার অনুরোধ জানানো হয় ।
এদিকে অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলে দূতাবাসের তরফে ওই সংস্থার কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি । সন্দেহ হওয়ায় দূতাবাসের তরফে সরাসরি যোগাযোগ করা হয় শ্রেয়া ঘোষালের সঙ্গে । আর এরপরেই বাংলাদেশ উপদূতাবাসের কর্মীরা জানতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন ।
জানা গেছে,সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের তরফে এনিয়ে কলকাতা পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । কিন্তু কোনও বিহিত না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলাদেশ দূতাবাস । শেষে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার নির্দেশে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । যদিও এযাবৎ মূল অভিযুক্তের হদিশ করতে পারেনি পুলিশ ।।