এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),০৪ মে : ঈদ উপলক্ষে গ্রামের পাশে দিঘির পাড়ে পিকনিক করতে গিয়েছিলেন কয়েকজন যুবক ৷ দুপুরে স্নানের আগে নৌকায় চড়ে দিঘির জলে ঘোরাঘুরি করছিলেন । সেই সময় নৌকাটি কোনোভাবে উলটে যায় । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গেলে বাকিদের তড়িঘড়ি উদ্ধার করতে সক্ষম হলেও দু’জন তলিয়ে যায় । বুধবার ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের বাদলমোড় এলাকায় । পরে দিঘিতে জাল ফেলে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে গ্রামের লোকজন । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছে মৃতদের নাম সলিউদ্জ্জমান (১৯) ও রেজুয়ান শেখ(১৯) । তাঁদের বাড়ি কালিয়াচকের সুজাপুরের মূলবি পাড়ায় । এই ঘটনায় অসুস্থ দুই যুবক বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের ছুটি উপলক্ষে বুধবার দিঘির পাড়ে পিকনিক করতে গিয়েছিল ছয় বন্ধু । দুপুরের দিকে তাঁরা একটি ছোট্ট নৌকায় চড়ে দিঘিতে নৌকাবিহার করছিল । পুকুরের মাঝে গিয়ে নিজেদের মধ্যে দাপাদাপি করলে নৌকাটি উল্টে যায়। ছয়জনের মধ্যে অধিকাংশই সাঁতার জানত না। আশেপাশের বাসিন্দারা তাঁদের ডুবতে দেখে ছুটে আসে ।তড়িঘড়ি ৪ জনকে তাঁরা উদ্ধার করে । কিন্তু দিঘির তলিয়ে যায় সলিউদ্জ্জমান ও রেজুয়ান । উৎসবের দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে ।।