এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৪ মে : খাবারের খোঁজে রাতে জঙ্গল থেকে বেড়িয়ে বিয়ে বাড়িতে হানা দিয়েছিল একটি পূর্ণ বয়স্ক হাতি । সেখান থেকে তাড়া খেয়ে সোজা ঢুকে পড়ে শব্জির বাজারে । বেশ কিছু শব্জি, পাকা কলা গলাদ্ধকরণের পর তাড়া খেয়ে ফের সে গ্রামমুখী হয় । ভেঙে দেয় দু’একজন গ্রামবাসীর বাড়ির মাটির সীমানা প্রাচীর । শেষে গ্রামবাসী ও বনদপ্তরের কর্মীরা মিলে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয় । মঙ্গলবার রাতভর গজরাজের তান্ডবে ঘুম কার্যত মাথায় ওঠে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির বাসিন্দাদের ৷
গঙ্গাজলঘাটির বাসিন্দা রবীন দাস বলেন, ‘সোমবার রাত্রি প্রায় ৯ টা নাগাদ একটি বুনো দাঁতাল হাতি হঠাৎ আমাদের গ্রামে ঢুকে পড়ে । রাতে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । সোজা সেখানে চলে যায় হাতিটি । ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিয়ে বাড়িতে । বিয়ে বাড়ির লোকজন হাতিটিকে সেখান থেকে তাড়িয়ে দিলে হাতিটি হাটতলায় শব্জির বাজারে ঢুকে পড়ে । বেশ কিছু শব্জি আর পাকা কলা খেয়ে নেয় ৷ বাজারের একটি কাপড়ের দোকানের বেশ কিছু নতুন কাপড় বের করে নষ্ট করে দেয় । তারপর হাতিটি তাড়া খেয়ে ফের গ্রামে ঢুকে পড়ে ।’
দেখুন ভিডিও :
স্থানীয় বাসিন্দা মানা গরাই বলেন, ‘রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম । সেই সময় বাইরে থেকে লোকজনের চিৎকার শুনতে পাই । তারা আমাদের বাড়ি থেকে বেড়িয়ে পালাতে বলে । কারন আমাদের মাটির বাড়ি । হাতিটি যদি বাড়ির দেওয়াল ভেঙে দিত তাহলে আমাদের জীবনহানি পর্যন্ত হতে পারতো । তাই আমরা সকলে প্রাণের ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করি । এক গ্রামবাসী আমাদের রাতটা কাটানোর জন্য আশ্রয় দেয় । হাতি চলে যাওয়ার পর বুধবার সকালে বাড়িতে এসে দেখি আমাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে হাতিটি ।’
গ্রামবাসীদের অভিযোগ,হাতি তাড়াতে এলাকার মানুষ বারবার বন দফতরের কাছে ফোনে আবেদন জানালেও তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বন কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় । পরে স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বন কর্মীরা । বারবার হাতির হানায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ।।