এইদিন ওয়েবডেস্ক,দুবরাজপুর(বীরভূম),০৩ এপ্রিল : হেলমেট পরিহিত ৩ যুবক বাইকে চড়ে এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল । পাশেই একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন কয়েকজন স্থানীয় যুবক । বাইক আরোহীদের আচরণে তাঁদের সন্দেহ হয় । এরপর তাঁরা বাইকের চাবি খুলে নিয়ে তিন আরোহীকে আটকে রেখে স্থানীয় থানায় খবর দেয় । শেষে পুলিশ এসে ওই নম্বর প্লেটবিহীন বাইকসহ ৩ আরোহীকে আটক করে । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুরের পাওয়ার হাউস সংলগ্ন একটি এটিএমের সামনে । পুলিশ জানিয়েছে,আটক ৩ যুবকের নাম উমাচরণ গোপ, যাদব গোপ রাকেশ সাহা । তাঁরা প্রত্যেকেই ঝাড়খন্ড লোকপুর থানা লাগোয়া মুরাবেড়িয়ার গ্রামের বাসিন্দা ।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে দুবরাজপুর শহরের পাওয়ার হাউস মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমের থেকে টাকা চুরির ঘটনা ঘটছিল। কিন্তু দুষ্কৃতীদের কোনও হদিশ করতে পারছিল না পুলিশ । তাই দুষ্কৃতীদের পাকড়াও করতে স্থানীয় যুবকদের গোপনে নজর রাখার জন্য অনুরোধ করেছিল সিউড়ি সদর সাইবার ক্রাইম ব্রাঞ্চ ।
স্থানীয় যুবক শেখ রাজকুমার বলেন, ‘এদিন বেলা প্রায় ১২ টা নাগাদ ওই এটিএমের পাশে একটি চায়ের দোকানে বসে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে গল্পগুজব করছিলাম ৷ তখন দেখতে পাই হেলমেট পরা ওই ৩ যুবক এটিএমের সামনে ঘোরাঘুরি করছে । বেশ কিছুক্ষণ ওদের উপর নজর রাখার পর সন্দেহ হওয়ায় কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করি । ওরা বলে টাকা তুলতে এসেছে । আমরা এটিএম দেখতে চাই । ওদের এটিএম কার্ড ছিল না । তখন ওরা ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে টাকা তোলার কথা বলে । কিন্তু ওদের কাছে কোনো স্মার্টফোনও ছিল না । তাই সন্দেহ হওয়ায় ওদের বাইকের চাবি কেড়ে নিয়ে থানায় ফোন করে বিষয়টি জানিয়ে দিই ৷ এরপর পুলিশ এসে বাইকসহ ওই ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় ।’
জানা গেছে,ঘটনাস্থলে আসার পর আটক যুবকদের তল্লাশি চালিয়ে ২০৩০০ টাক উদ্ধার করেছে পুলিশ । এরপর প্রথমে তাদের দুবরাজপুর থানায় নিয়ে যাওয়া হয় । সেখান থেকে সিউড়ি সদরে সাইবার ক্রাইম বিভাগে নিয়ে যাওয়া হয় আটক যুবকদের । আগে এটিএম থেকে টাকা চুরি যাওয়ার ঘটনায় ওই তিন জনের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগসুত্র আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ ।।