এইদিন ওয়েবডেস্ক,০২ এপ্রিল : একের পর এক রেকর্ড গড়ে ১০০০ কোটি টাকা আয়ের গন্ডি ছাড়ালো প্রশান্ত নীল পরিচালিত কন্নড় ছবি কেজিএফ ২ । আসুন জেনে নেওয়া যাক কেজিএফ ২ এর কাহিনী আর কি কি রেকর্ড গড়েছে এই ছবিটি । কেজিএফ ২ হল ২০১৮ সালের ছবি কেজিএফ-এর একটি সিক্যুয়েল । ছবির গল্প রকি নামের এক অনাথকে কেন্দ্র করে । দারিদ্র্য থেকে উঠে আসা এক যুবক কিভাবে সোনার খনির অধিপতি হল মূলত এই কাহিনীর উপর গড়ে উঠেছে ছবিটি । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ । তিনি ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রবিনা ট্যান্ডন এবং প্রকাশ রাজ প্রমুখ অভিনেতারা ।
ছবিটি গত ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়েছে । ১০০০ কোটি টাকা আয়ের গন্ডি ছাড়ানো ভারতের চতুর্থ সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র কেজিএফ ২ । চতুর্থ ভারতীয় চলচ্চিত্র যেটি 1000 কোটি রুপি আয় করেছে। সেটা দিয়েই তিনি ইতিহাস গড়েছেন। এর আগে, আর আর আর ১১১৫ কোটি,বাহুবলী ১৮১০ কোটি এবং দঙ্গল ২০২৪ কোটি টাকা ব্যবসা করেছিল । বাণিজ্য বিশেষজ্ঞদের মতে বছরের শেষ নাগাদ আরআরআরকে ছাড়িয়ে শীর্ষ তিনে জায়গা করে নেবে কেজিএফ ২ ।
বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা আয় করার পর,কন্নড় ফ্লিম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে কেজিএফ ২ । কেজিএফ ২ আসন্ন ১২ টি সর্বাধিক উপার্জনকারী কন্নড় চলচ্চিত্রের মোট আয়ের চেয়ে বেশি আয় করেছে কেজিএফ । অন্য কোনো চলচ্চিত্র তার মোট বক্স অফিস আয়ের এক চতুর্থাংশও উপার্জন করতে পারেনি । এটি কন্নড় সিনেমার সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র বলে বিবেচনা করা হচ্ছে । এক সপ্তাহের আয়ের নিরিখে কেজিএফ ২ বাহুবলী ২ এর বিশ্বব্যাপী আয়কেও ছাপিয়ে গেছে ।
করোনা মহামারীর পরে সর্বোচ্চ আয় করা ছবির রেকর্ড করেছে কেজিএফ ২ । ছবিটির হিন্দি সংস্করণের আয় ৩৫০ কোটি টাকা ছাড়িয়েছে । অগ্রিম বুকিংয়েও সর্বোচ্চ আয় করেছে যশের কেজিএফ ২ । যেখানে বাহুবলী ২ এর অগ্রিম বুকিংয়ে আয় ছিল ৫৮ কোটি টাকা সেখানে কেজিএফ-এর আয় ৬০ কোটি ।
বৈশ্বিক এবং জাতীয় রেকর্ড ভাঙ্গার পাশাপাশি আঞ্চলিক সিনেমার সব রেকর্ডও ভেঙে দিয়েছে কেজিএফ ২ । এটিই প্রথম ছবি যা ওড়িশায় ১০ কোটি টাকা আয় করেছে । মুম্বাই এবং তামিলনাড়ুতে সিনেমাটি ১০০ কোটি টাকা করে আয় করেছে । তামিল ফিল্ম ‘বিস্ট’কেও পিছনে ফেলে দিয়েছে কন্নড় ছবি কেজিএফ ২ ।।