নীল পাঠক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর), ৩০ ডিসেম্বর : শাসকদল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুরে । মঙ্গলবার রাতের এই ঘটনাকে ঘিরে বিজেপি-তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে । অন্যদিকে বিজেপির পালটা দাবি, তৃণমূল নিজেরাই নিজেদের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে ।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মহম্মদপুরে তৃণমূলের কংগ্রেসের ওই কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এক দল দুষ্কৃতি । ভাঙা হয় পার্টি অফিসের টিভি, আলমারী, চেয়ার, টেবিল প্রভৃতি যাবতীয় সামগ্রী । দলীয় কাগজপত্রও লুটপাট করা হয় বলে অভিযোগ । আওয়াজ পেয়ে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে ভাঙচুরকারীরা পালিয়ে যায় ।
তৃণমূলের মহম্মদপুর অঞ্চল সভাপতি দীপক গায়েন বলেন, “বিজেপির আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে । আমরা তাদের চিহ্নিত করেছি । পুলিশ এসে ছবি তুলে নিয়ে গিয়েছে । বিষয়টা শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে ।’ পাশাপাশি এনিয়ে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন দীপকবাবু ।
অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম জুড়ে তৃণমূলের আর কোনও অস্তিত্বই নেই । তাই মানুষের সহানুভুতি কুড়নোর জন্য তৃনমুলের লোকজন নিজেদের পার্টি অফিস নিজেরাই ভেঙে বিজেপির উপর দোষ চাপাচ্ছে ।’।