জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,৩০ এপ্রিল : এক অটোচালককে চেন অফিসে ঢুকিয়ে বেদম মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে । গুরুতর আহত অটোচালক নাজিমুল হক বর্তমানে রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । কিন্তু ঠিক কি কারনে সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাই অটোচালককে মারধর করেছে তা স্পষ্ট নয় । এদিকে এই ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী ৫১২ নম্বর জাতীয় সড়কপথ অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে এলাকার বাকি অটো চালকেরা । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ছুটে আসে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বংশীহারী থানার বিশাল পুলিশবাহিনী । আইসি ও অটোচালকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । শেষে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায় ।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের কথায়, ‘শনিবার দুপুর নাগাদ নুরপুর বড়মানিকপাড়ার বাসিন্দা নাজিমুল হককে চেন অফিসে ঢুকিয়ে লাঠি দিয়ে বেদম মারধর করে বংশীহারী থানার এক সিভিক ভলান্টিয়ার ও তার ভাই । আমরা কারন জিজ্ঞাসা করলে কোনো উত্তরই দেয়নি ওই সিভিক ভলান্টিয়ার ৷ রীতিমতো দাদাগিরি শুরু করে ওরা দু’জন ৷’
জানা গেছে,এক সিভিক ভলান্টিয়ারের এহেন আচরণে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষিপ্ত মানুষ । অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন । বেশ কিছুক্ষন ধরে অবরোধ চলার পর আইসি মনোজিৎ সরকার অবরোধস্থলে ছুটে আসেন । শেষ পর্যন্ত তাঁর আশ্বাসে অবরোধ ওঠে ৷ আইসি অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।।