এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার(বাংলাদেশ),২৯ এপ্রিল : নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে আশপাশের বেশ দেশে আশ্রয় নিয়েছে মায়ানমারের প্রচুর রোহিঙ্গা । তার মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ । রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প করে দিয়েছে শেখ হাসিনা সরকার ৷ কিন্তু মাথা গোঁজার ঠাঁই পেলেও পরিবারের অন্ন সংস্থানের ব্যবস্থা হয়নি । তাই ক্ষুধা নিবৃত্তির জন্য অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে বাংলাদেশী রোহিঙ্গারা । ছোটখাটো অপরাধ থেকে সন্ত্রাসবাদ, এখন সবেতেন রোহিঙ্গাদের উপস্থিতি সামনে আসছে ।
আশ্রয় প্রাপ্ত রোহিঙ্গাদের এই সমস্ত কাজকর্মের জন্য সর্বদা সজাগ থাকতে হচ্ছে বাংলাদেশের সেনা ও পুলিশকে । বিভিন্ন অপরাধে আকছার রোহিঙ্গাদের পাকড়াও করছে বাংলাদেশ পুলিশ । বৃহস্পতিবার রাতে ফের পুলিশের কাছে খবর আসে কক্সবাজারের উখিয়ায় উপজেলার ১৯ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । আর খবর পেতেই সেখানে হানা দেয় বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) । গ্রেফতার করা হয় পাঁচ রোহিঙ্গাকে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম খোরশেদ আলম (৩৬),আসাদ হক (১৯),মোমতাজ উল্লাহ (৩২),মোহাম্মদ হারুন (৩৬) এবং মোহাম্মদ নুর (২৩) । ধৃতরা প্রত্যেকেই বালুখালী ১৯ নম্বর ক্যাম্পে আশ্রয়প্রাপ্ত ।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি খবরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । নির্দিষ্ট ধারায় মামলা রজু করে ধৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।’।