এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,২৬ এপ্রিল : মাত্র চারদিনে ৬ হাজার অভিবাসীকে আটক করল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো । মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে,গত ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৫ হাজার ৬৮৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে । আটক বহিরাগতদের সিংহভাগ ঘর,ট্রেলার,বাসের কম্পার্টমেন্ট,এমনকি ট্রাকের কেবিনের মধ্যেই লুকিয়ে ছিল । বাকিদের আটক করা হয়েছে মরুভূমির মধ্য দিয়ে বা হাইওয়ে ধরে হাঁটার সময় । বহিরাগতরা মূলত মধ্য আমেরিকা ও ক্যারিবীয়ান দেশগুলোর নাগরিক ।
আইএনএম জানিয়েছে,আটক করা বহিরাগতদের মধ্যে হন্ডুরাসের ১ হাজার ৬০ জন, কিউবার ৯৪২ জন এবং গুয়েতেমালার ৯০৬ জন নাগরিক রয়েছে । । তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছিল । বর্তমানে তাদের কারাগারে রাখা হয়েছে ।
জানা গেছে,জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথম বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পার করার চেষ্টা করেছে । চলতি বছরের শুরু থেকে গত ১৩ এপ্রিল পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন অভিবাসীকে আটক করেছে মেক্সিকান অভিবাসন কর্তৃপক্ষ । ফলে অনুপ্রবেশ লাগাতার বৃদ্ধির কারনে চিন্তিত মার্কিন প্রশাসন । এভাবে ব্যাপক হারে অনুপ্রবেশের কারন খুঁজতে তৎপর হয়েছেন জো বাইডেন । এই কারনে সম্প্রতি তিনি মেক্সিকো ও পানামাতে দূতও পাঠিয়েছিলেন ।।