এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ এপ্রিল : সদ্য এক বছরে উত্তীর্ণ হওয়া আদরের ভাগনির জন্মদিন ছিল সোমবার । তাই রাতে বাড়িতে ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছিল । নিমন্ত্রিতরা কেউ খেলনা,কেউ গহনা উপহার দিয়েছিল ছোট্ট শিশুটিকে । কিন্তু সকলকে চমকে দিয়ে ভাগনীর নামে চাঁদে কেনা এক একর জমির দলিল উপহার দিলেন মামা । আর এই কারনে মালদা জেলার কালিয়াচক থানার বালুটোলা রামনগর গ্রামের ছোট্ট ত্রিশিকা মন্ডলের জন্মদিন এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেলা জুড়ে ।
কিন্তু কেন এই শখ এবং কিভাবে কিনলেন চাঁদে জমি ? এর উত্তরে ত্রিশিকার মামা অমিয় সরকার বলেন, ‘ছোটবেলায় চাঁদের গাছের তলায় চরখা বুড়ির সুতো কাটার গল্প মা-ঠাকুমার কাছে অনেক শুনেছি । তাই চাঁদ নিয়ে খুব আগ্রহ ছিল বরাবর । একদিন মোবাইলে গুগুল সার্চ করার সময় জানতে পারি নিউইয়র্কের ‘লুনার সোসাইটি’ নামে একটি সংস্থা চাঁদে জমি বিক্রি করছে । তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একমাত্র ভাগনির জন্মদিনে চাঁদে এক একর জমি কিনে দেবো ।’ এক একর জমির দাম ৬৭ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে ৫ হাজার টাকা পড়েছে বলে জানিয়েছেন অমিয়বাবু ।
জমি কেনার জন্য সংস্থার কাছ থেকে পাওয়া নথিপত্র সোমবার রাতে আদরের ভাগনির হাতে তিনি তুলে দেন । এদিকে দাদার এই কীর্তি দেখে হতবাক ত্রিশিকার মা সুচেতাদেবী । তিনি বলেন, ‘ভাবতেই পারেননি তার দাদা এই ধরনের উপহার দেবে ।’।