এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৯ ডিসেম্বর ঃ পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটল মঙ্গলবার । ঘটনাটি ঘটেছে মুসুন্দি গ্রামের বাসিন্দা অনন্ত সরকার নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে । এদিন ভোরে আগুন লাগার বিষয়টি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের । তাঁরা ডাকাডাকি করব অনন্তবাবুদের ঘুম থেকে তোলেন । এরপর বাড়ির লোকজন তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসায় প্রাণরক্ষা হয় তাঁদের । ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনন্ত সরকার জমির মাপ জোখের কাজ করেন।বাড়িতে রয়েছেন স্ত্রী, মেয়ে ও এক নাতি। তাঁদের মাটির দোতলা বাড়ি । খড়ের চাল । নীচের তলায় শুয়ে ছিলেন তারা । এদিন ভোরে এক প্রতিবেশীর নজরে পড়ে অনন্তবাবুর দোতলার খরের চাল দাউদাউ করে জ্বলছে । তিনি অনন্তবাবুদের ডেকে তোলেন । প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে । বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান ।।