এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৫ এপ্রিল : ফ্রান্সে ফের ক্ষমতায় এলেন এমানুয়েল ম্যাক্রোঁ(Emmanuel Macron) । গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রেসিডেন্ট পদে প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন ।এদের মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ম্যারিন লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন । রবিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় এবং চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত । শেষ পর্যন্ত আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফের এমানুয়েল ম্যাক্রোঁকেই বেছে নিল ফ্র্যান্সের জনগণ । ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮.৫৪ শতাংশ ভোট এবং প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেন পেয়েছেন ৪২.৪৬ শতাংশ ভোট।
গত দুই দশকের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় বসলেন ম্যাক্রোঁ ।দ্বিতীয় বারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি টুইটারে ম্যাক্রোঁর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তায় লিখেছেন,’ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য আমার বন্ধু এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন ! আমি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ ।’।