এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৫ এপ্রিল : সম্প্রতি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছিল পাক সেনা । আর তা নিয়ে ক্ষোভে ফুঁসছে আফগানিরা । এবার এনিয়ে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব । রবিবার কাবুলে তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর স্মরণে এক অনুষ্ঠান যোগ দিতে এসে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশি এবং বিশ্বের কাছ থেকে সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি । তার প্রকৃষ্ঠ উদাহরণ হল কুনারে আমাদের ভূখণ্ডে পাকিস্তানের আক্রমণ ।
এভাবে কোনও দেশের আগ্রাসন আমরা সহ্য করতে পারি না । তবু দেশের বর্তমান পরিস্থিতির কারনে সেই আক্রমণ মুখ বুজে সহ্য করেছি । পরের বার ফের এভাবে হামলা হলে হয়তো আমরা তা সহ্য করতে পারবো না ।’
উল্লেখ্য,গত সপ্তাহে আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে হেলিকপ্টার হামলা চালিয়েছিল পাকিস্তানি বায়ুসেনা । তার ফলে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছিল বলে দাবি করেছিল তালিবানি সরকার । এনিয়ে আফগানিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল । ‘পাকিস্থান জাতির ক্যান্সার’ লেখা পোস্টার নিয়ে শতাধিক মানুষ রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছিলেন । এবার ওই হামলার কারনে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ।
এই বিষয়ে পাকিস্তানের বিদেশ দফতরের এক মুখপাত্র আফগানিস্তানকে ‘ভাই’ সম্বোধন করে ওই হেলকপ্টার হামলার দায় সন্ত্রাসবাদীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন । তিনি বলেন,’পাকিস্তান ও আফগানিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ। উভয় দেশের কাছেই সন্ত্রাসবাদ গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে । আর দীর্ঘদিন ধরেই দুই দেশই সন্ত্রাসবাদের শিকার হচ্ছে ।’।