এইদিন ওয়েবডেস্ক,আলওয়ার(রাজস্থান),২৪ এপ্রিল : সম্প্রতি রাজস্থানের আলওয়ার জেলার (Alwar in Rajasthan) রাজগড়ে তিন শতাব্দী প্রাচীন শিব মন্দির বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গেহলট সরকার । মন্দিরের ভিতরে রাখা শিবলিঙ্গটিও ড্রিল মেশিন দিয়ে উপড়ে ফেলা হয়েছে বলে খবর । এমনকি রাস্তা সম্প্রসারণের কারন দেখিয়ে ৮৫ টির বেশি হিন্দু পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে । এবারে একই জেলার কাঠুমারের (Kathumar) এমন একটি গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে যে গোয়ালঘরটিকে ২০১৭-১৮ সালে ‘গৌশালার পুরস্কার’ দেওয়া হয়েছিল । এদিকে গোয়াল ভাঙার ফলে চার শতাধিক গরুর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে ।
জানা গেছে,রাজস্থানের আলওয়ার(Alwar) জেলার কাঠুমার তহশিলের অন্তর্গত মাইথনায় ছিল ‘হনুমান গোশালা’ নামে ওই গোয়ালঘরটি । গোশালার চেয়ারম্যান তেজিরাম শর্মা । লক্ষ্মণগড় রেঞ্জার্স যতীন সেন বলেছেন,’মাইথনার রুধানে অবস্থিত বন বিভাগের (Forest Department at Maithna’s Rudhun) প্রায় ১৪০০ একর জমি রয়েছে, যার মধ্যে প্রায় ৪০ একর জমিতে গত এক দশক ধরে ওই গৌশালা চলছিল । রাজগড়ের বন সংরক্ষক আদালত ২০২০ সালে এটি খালি করার নির্দেশ দিয়েছিল । কিন্তু জায়গা খালি করা না হলে ২০২১ সালের ডিসেম্বরে গোয়ালঘরটি অন্য কোথাও স্থানান্তর করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু এযাবৎ এটি খালি করা হয়নি ৷ তাই এটি ভেঙে ফেলা হয়েছে ।’
অন্যদিকে তেজিরাম শর্মা বলেন, ‘২০১২ সাল থেকে আমি গোশালাটি চালিয়ে আসছি । বর্তমানে মোট ৪২৫টি গরু রয়েছে । ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জয়পুরের পশুপালন অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন করেছি । ২০১৭-১৮ সালে ‘গৌশালার পুরস্কার’ পর্যন্ত দেওয়া হয়েছিল । তা সত্ত্বেও আমি খালি করার জন্য মাত্র ১০ দিন সময় চেয়েছিলাম । কিন্তু দেওয়া হয়নি ।’ যদিও রেঞ্জার্স যতীন সেন জানিয়েছেন, গ্রামবাসীদের প্রতিবাদের কারণেই তাঁকে সময় দেওয়া যায়নি ।
এদিকে রাজস্থানের আলওয়ার জেলায় একের পর এক বুলডোজার চালানোর ঘটনার সঙ্গে দিল্লির জাহাঙ্গিরপুরিতে বুলডোজার চালানোর সঙ্গে যোগসূত্র খুঁজতে শুরু করেছেন বেশ কিছু মানুষ । তাঁদের দাবি জাহাঙ্গিরপুরির বদলা রাজস্থানে নিচ্ছে কংগ্রেস সরকার ।।