এইদিন ওয়েবডেস্ক,জম্মু,২২ এপ্রিল : জম্মুর সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা । কিন্তু তাদের সেই পরিকল্পনা বানচাল করল সেনা,পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথবাহিনী । জানা গেছে, সুঞ্জওয়ানের জনবহুল এলাকায় রয়েছে ওই আর্মি ক্যাম্পটি । ওই ক্যাম্পে হামলা চালানোর উদ্দেশ্যে ৩-৪ জন জঙ্গি একটি বাড়িতে লুকিয়ে থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল । তবে বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে যায় নিরাপত্তাবাহিনী । খবর পেতেই যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে । শুক্রবার ভোর প্রায় ৩ টে ৫০ নাগাদ আচমকা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । গুলি লেগে শহীদ হন এক জওয়ান । পালটা গুলিতে খতম হয় এক জঙ্গি । তারা সকলেই সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে জানা গেছে ।
জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং বলেন, ‘আমাদের কাছে খবর ছিল কিছু জঙ্গি আত্মগোপন করে আছে । আমরা গোটা এলাকা ঘিরে ফেলি । জঙ্গিদের আচমকা গুলি চালালে একজন জওয়ান শহীদ হন । আরও চার জওয়ান জখম হয়েছেন । এনকাউন্টার চলছে ।’
প্রসঙ্গত,২০১৮ সালে সুঞ্জওয়ানে আর্মি ক্যাম্পে হামলা চালিয়েছিল ৪ সন্ত্রাসবাদী । যদিও এনকাউন্টারে তাদের খতম করে সেনাবাহিনী । ফের একবার আর্মি ক্যাম্পে সন্ত্রাসবাদীদের হামলার ছক বানচাল করল নিরাপত্তাবাহিনী । এদিকে ২৪ এপ্রিল জম্মুতে র্যালি করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । ওই র্যালির ঠিক দু’দিন আগেই জনবহুল এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার ঘটনা প্রকাশ্যে আসায় নিরাপত্তা ব্যাবস্থা আরও কঠোর করা হয়েছে ।
অন্যদিকে বৃহস্পতিবার ভোরে কাশ্মীর বিভাগের বারামুল্লায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈয়বার ৫ জঙ্গি খতম হয়েছে । এর মধ্যে তিনজন পাকিস্থানি ও দু’জন স্থানীয় সন্ত্রাসবাদী রয়েছে বলে খবর । নিহতদের মধ্যে কুখ্যাত সন্ত্রাসবাদী ইউসুফ কান্তরুর উপর ১২ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল । গত মাসে বডগামে একজন পুলিশ এসপিও এবং তাঁর ভাইকে খুনের সাথে জড়িত ছিল কান্তরু । বৃহস্পতিবারের ওই এনকাউন্টার চলাকালীন তিন জওয়ান ও একজন স্থানীয় বাসিন্দাও অল্পবিস্তর আহত হয়েছেন ।।