এইদিন ওয়েবডেস্ক,সিন্ধু(পাকিস্তান),২১ এপ্রিল :
পাকিস্তানের সিন্ধু প্রদেশের দাদু(Dadu) জেলার ফয়েজ মোহাম্মদ দারিয়ানি চান্দিও(Faiz Muhammad Chandio) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ শিশুর । মহিলা ও পুরুষ মিলে ২০ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে । ৫০ টি কাঁচা বাড়ি এবং বাড়ির যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে । এছাড়া প্রায় দেড় শতাধিক মহিষ, গরু, ছাগলসহ অন্যান্য পশুও জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে । আগুন লাগার কারন স্পষ্ট নয় । যদিও পুলিশের দাবি উনান থেকে আগুন ছড়িয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । তবে স্থানীয়দের একাংশের সন্দেহ চক্রান্ত করেই ওই গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ।
জানা গেছে,ফয়েজ মোহাম্মদ দারিয়ানি চান্দিও গ্রামে অধিকাংশ মাটির দেওয়াল এবং খড়ের ছাউনি দেওয়া বাড়ি । ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি প্রায় ৯ টার দিকে । প্রথমে একটি কুঁড়েঘর থেকে আগুন ছড়ায় । অতি অল্প সময়ের মধ্যেই আশপাশের ৫০-৬০ টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া শুকিয়ে থাকা বাড়ির খড়ের ছাউনি নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় । রাতের দিকে ঘটনাটি ঘটায় হতাহতের সংখ্যা বেশি হয় ।
গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার ফোন করেও দমকল বাহিনীর পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি । আগুন নিভে যাওয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর দমকল বাহিনীর কর্মীরা গ্রামে পৌঁছায় বলে অভিযোগ । যদিও দমকলবাহিনীর দাবি গাড়ি খারাপ থাকায় তারা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ।
এদিন বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন,’দমকল কর্মকর্তাদের ধীর প্রতিক্রিয়া খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে । এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’ পাশাপাশি ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শাহ । নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘সিন্ধুর মুখ্যমন্ত্রীকে ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে ।’ পাশাপাশি নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী ।।