এইদিন ওয়েবডেস্ক,২১ এপ্রিল : আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইরন পোলার্ড । বুধবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পোলার্ড বলেছেন, ‘অনেক ভাবনা চিন্তা ও আলোচনা করে আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিলাম ।’
আন্তর্জাতিক ক্রিকেটে সেরা হিটারদের মধ্যে মধ্যে অন্যতম বছর চৌত্রিশের কাইরন পোলার্ড । দীর্ঘ সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রতিনিধিত্ব করছেন । ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সফর শুরু করেছিলেন । ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড । ১২৩ ওয়ানডেতে ২৬.০১ গড় আর ৯৪.৪১ স্ট্রাইকরেটে ২ হাজার ৭০৬ রান পোলার্ডের । ওয়ানডেতে মোট ৫৫ টি উইকেট নিয়েছেন । ১০১ টি-টোয়েন্টিতে ২৫.৩০ গড় ও ১৩৫.১৪ স্ট্রাইকরেটে পোলার্ডের রান ১ হাজার ৫৬৯ । এখানে উইকেটের সংখ্যা ৪২ । বর্তমানে আইপিএলে ব্যস্ত আছেন কাইরন পোলার্ড । খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে । তবে এবারের আইপিএল মরশুমে তাঁর পারফরম্যান্স খুব একটা আশা ব্যঞ্জক নয় ।।