এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট,,২৮ ডিসেম্বর : মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে জড়িয়ে পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল মঙ্গলকোটে । যে পোস্টারটি পড়েছে তার এক পাশে রয়েছে রাজ্যের গ্রন্থগার মন্ত্রী তথা মঙ্গলকোটের তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লার ছবি । অন্যপাশে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ছবি । একে বারে মাঝে জাতীয় কংগ্রেসের প্রতীক । পোস্টারে লেখা ‘আমরা দুই দাদার অনুগামী । অধীর চৌধুরী ও সিদ্দিকুল্লা চৌধুরীকে এক সাথে দেখতে চাই ।’ একেবারে নিচে লেখা, ‘সৌজন্যে : মঙ্গলকোট অঞ্চল কংগ্রেস ।’ সোমবার সকালে মঙ্গলকোটের নতুনহাটে কৃষিমান্ডির গেটের পাশে এই পোষ্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । আর এই কথা চাওড় হতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার গ্রন্থাগারমন্ত্রী তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিতে চলেছেন ? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জেলার রাজনৈতিক মহলে । যদিও দলত্যাগের সম্ভাবনার কথা অস্বীকার করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী । পাশাপাশি পোস্টার কান্ড নিয়ে তিনি নাম না করে দলের একাংশের বিরুদ্ধে তোপ দেগেছেন ।
প্রসঙ্গত,তৃণমূলে যোগ দেওয়ার আগে জমিয়তে উলেমা হিন্দের সক্রিয় কর্মকর্তা ছিলেন
সিদ্দিকুল্লা চৌধুরী । তৃণমূলে যোগ দেওয়ার পর ২০১৬ সালে দল তাঁকে বিধানসভা ভোটে মঙ্গলকোটের প্রার্থী করে । জেতার পর মন্ত্রীত্বও দেওয়া হয় তাঁকে । কিন্তু তারপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে বিরোধ বাধে । যে বিরোধ এখনও চলছে ।
কিছুদিন আগে অনুব্রতর বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেগেছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী । সম্প্রতি দলের একই কর্মসূচি একই জায়গায় পৃথকভাবে আয়োজন করতে দেখা গেছে দুই গোষ্ঠীকে । এই পরিস্থিতির মাঝে সিদ্দিকুল্লা চৌধুরীকে জড়িয়ে এই প্রকার পোস্টার পড়ায় নাম না করে নিজের দলের একাংশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ।
তিনি বলেন, ‘আমি জানি এটা কারা করতে পারে। তবে কারও নাম করতে রাজি নই । এটা করে আমাকে একটু চমকানোর চেষ্টা । যারা করেছে তারা নিজেদের আখের গোছাতে চায় ।’ পাশাপাশি সিপিএম বা কংগ্রেস যে একাজ করবে না তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি । অর্থাৎ নাম না করলেও নিজের দলের একাংশের দিকেই যে তিনি ইঙ্গিত করছেন তা বলার অপেক্ষা রাখে না ।
সিদ্দিকুল্লা অনুগামীদের দাবি, মন্ত্রী যাতে এলাকায় বিশেষ না আসেন সেই উদ্দেশ্যে তাঁকে চাপে রাখার জন্যই এই কাজ করা হয়েছে । সিদ্দিকুল্লা চৌধুরী বলেন , ‘এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষগুলো দেখতে আমাকে আসতেই । তাতে কার কি অসুবিধা হল আমার জানার দরকার নেই ।’
অন্যদিকে এই পোস্টারের বিষয়টি গুরুত্ব দিতে চাননি মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী । তিনি বলেন, ‘এসবের কোনও গুরুত্ব নেই। ওই ধরনের পোষ্টারের কথা আমার জানা নেই । আমার নজরে পড়েওনি।’।