এইদিন ওয়েবডেস্ক,বক্সার,১৯ এপ্রিল : বিহারে বেলাগাম দুর্বৃত্তায়ন । স্কুলে যাওয়ার পথে এক শিক্ষককে প্রকাশ্যে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার মুফাসসিল থানা(Mufassil Thana) এলাকার জগদীশপুর(Jagdishpur) গ্রামে । পুলিশ জানিয়েছে, নিহতের নাম সরোজ কুমার । তিনি জগদীশপুরের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতেন । এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । দুর্বৃত্তায়ন রোধে সরকারের ঢিলেঢালা মানসিকতা নিয়েও উঠছে প্রশ্ন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,স্কুলে যাওয়ার সময় সরোজ কুমারের পথ আটকায় অ্যাপাচে বাইকে চড়ে আসা ৩ জনের একটি দুষ্কৃতীদল । সরোজবাবু কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় । বেশ কয়েকটি গুলি তার শরীরে লাগে । ওই শিক্ষক রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এর আগেও সরোজ কুমারের পরিবারের এক সদস্য দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন । তারপর সরোজবাবুর নিরাপত্তার ব্যবস্থা করার জন্য মুফাসসিল থানায় বারবার আবেদন জানানো হয়েছিল । কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ । এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে,দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।