এইদিন ওয়েবডেস্ক,হুগলী,২৮ ডিসেম্বর : ভোট আসে ভোট যায় । মেলে বিস্তর প্রতিশ্রুতি । কিন্তু চিত্র বদলায় না হুগলী জেলার কোন্নগরের কানাইপুর-নৈটি সড়ক পথের । বেহাল রাস্তা দিয়ে যাতায়ত করতে গিয়ে একদিকে যেমন এলাকাবাসীদের চুড়ান্ত নাকাল হতে হয় । তেমনি প্রায়ই ঘটে ছোটখাটো দুর্ঘটনা । কোন্নগর স্টেশন থেকে পারডানকুনি পর্যন্ত গুরুত্বপূর্ণ নৈটি রোডের বেহাল অবস্থার কারনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় । এই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে পড়বে বলে দাবি স্থানীয় মানুষের ।
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন্নগর স্টেশনের একদিকে রয়েছে জিটি রোড । অন্যদিকে রয়েছে পারডানকুনি এর দিল্লী রোড । এই দুই গুরুত্বপূর্ণ সড়ক পথের মধ্যে সংযোগকারী প্রধান রাস্তা হল নৈটি রোড । নিত্যদিন বহু মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে । কাছেই রয়েছে কানাইপুর হাসপাতাল । মুলত নৈটি রোড দিয়েই হাসপাতালে রোগীদের নিয়ে যেতে হয় । এদিকে বেহাল রাস্তার কারনে আরও অসুস্থ হয়ে পড়ে রোগীরা । স্থানীয় টোটো বা অটো চালকরা জানিয়েছেন,বেহাল রাস্তার কারণে প্রত্যেকদিন খারাপ হচ্ছে তাদের গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে । এদিকে বিশেষ প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা মুখো হন না । ফলে রাস্তার পাশের দোকানগুলিতে খরিদ্দার হচ্ছে না । খরিদ্দারের অভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ওই ব্যাবসায়ীদের । একে রাস্তার বেহাল অবস্থা, তার উপর সম্প্রতি জলের লাইনের কাজ শুরু হয়েছে । এর ফলে যানবাহন তো দুরের কথা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে গিয়ে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৈটি রোড বেহাল থাকলেও সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনও উদ্যোগই নেওয়া হয়নি । ফলে প্রতিদিন প্রান হাতে করে যাতায়ত করতে হচ্ছে এলাকাবাসীকে ।
এলাকার বাসিন্দা ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব মানস রায় বলেন ‘এই রাস্তা এখন সত্যিই লজ্জার। দীর্ঘ বামফ্রন্টের আমলেও হয়তো রাস্তা খারাপ হতো । কিন্তু এখনকার মতো অবস্থা আগে কখনো হয়নি।’ পাশাপাশি তাঁর দাবি, নৈটি রোডের এই বেহাল অবস্থা আগামী বিধানসভা নির্বাচনে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে ।
এদিকে নৈটি রোডের বেহাল দশার কারনে শাসকদল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপি যুবনেতা রাজেশ রজক বলেন, ‘আমরা এই রাস্তা নিয়ে বারংবার সরব হয়েছি । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি । কিন্তু কাজের কাজ কিছু হয়নি । মানুষ এর উত্তর আগামী বিধানসভা ভোটে দিয়ে তৃণমূলকে দিয়ে দেবে ।’
যদিও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানিয়েছেন, জেলা পরিষদে এনিয়ে মিটিং হয়েছে । আগামী মার্চ মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে ।।