এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৭ এপ্রিল : ‘মসজিদে যদি একদিনে পাঁচবার লাউডস্পিকারে আজান দেওয়া হয় তাহলে আমরা লাউডস্পিকার লাগিয়ে পাঁচবার হনুমান চালিসা পাঠ করব’, রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনই হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সুপ্রীমো রাজ ঠাকরে । তিনি বলেন,’কোন ধর্ম আছে যা অন্য ধর্মকে কষ্ট দেয় ? আমরা স্বরাষ্ট্র দফতরকে বলতে চাই, আমরা দাঙ্গা চাই না । আগামী মাসের ৩ তারিখের মধ্যে মসজিদ থেকে সব লাউডস্পিকার সরিয়ে ফেলতে হবে । আমাদের দিক থেকে কোনো সমস্যা হবে না ।”
তিনি মসজিদে লাউডস্পিকার লাগানোকে ধর্মীয় নয়, সামাজিক সমস্যা বলে অভিহিত করে রাজ ঠাকরে বলেন, ‘নামাজ পড়ার জন্য ফুটপাথ কেন ? ঘরে পড়ুন । যদি প্রার্থনা আপনার হয় তাহলে আমাদের কেন শোনাচ্ছেন ? এরপরেও যদি আমাদের কথা এরা বুঝতে না পারে তাহলে মসজিদের সামনে আমরা হনুমান চালিশা বাজাবো । মুসলমানদের বুঝতে হবে আইনের চেয়ে ধর্ম বড় নয়।’ পাশাপাশি তিনি বলেন, ‘রাজ্য সরকারকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে এই বিষয়ে আমরা পিছু হঠবো না । তাতে আপনাদের যা করার আছে করে নিন । আমরা দেখব ৩ মে এর পর আমরা কী করতে পারি।’
দিল্লির জাহাঙ্গীরপুরীর সাম্প্রদায়িক হিংসার বিষয়ে তিনি বলেন,’আমি মনে করি এই ধরনের বিষয়ের একইভাবে জবাব দেওয়া উচিত । তা না হলে মানুষ বুঝবে না ।’।
ছবি : সোশ্যাল মিডিয়া ।