দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : রাস্তা পারাপার করার সময় বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর । এদিকে পালাতে গিয়ে কিছুটা দূরে গিয়ে উলটে পড়ে ট্রাক্টরটি । স্থানীয় গ্রামবাসীরা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় । রবিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে কাটোয়া-করুই সড়ক পথে কৈথন বাসস্ট্যান্ড এলাকায় । নিহত শিশুর নাম নঈম শেখ । দূর্ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে সড়ক পথ অবরোধ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী । শেষে পুলিশের হস্তক্ষেপে ঘন্টা দুয়েক পর অবরোধ ওঠে ৷
জানা গেছে,কাটোয়া ১ ব্লকের গিধগ্রাম পঞ্চায়েতের কৈথন গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রীর জোগাড়ে রবি শেখের ছেলে নঈম । রবি শেখ কর্মসুত্রে ভিন রাজ্যে থাকেন । দুই শিশু সন্তান নঈম ও সুময়া খাতুনকে নিয়ে বাড়িতে থাকেন রবির স্ত্রী তাজমিরা বিবি । এদিন সকাল সাতটা নাগাদ তিনি ছেলে নঈমকে পাড়ার মুদিখানা দোকানে টুকিটাকি জিনিসপত্র কিনতে পাঠিয়েছিলেন । কৈথন বাসস্ট্যান্ডে কাটোয়া-করুই সড়ক পথের উলটো দিকে রয়েছে ওই দোকানটি । শিশুটি রাস্তা পারাপার করতে যাওয়ার সময় গড়াগাছা এলাকা থেকে একটি বেপরোয়া গতির ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দেয় । ট্রাক্টরের চাকায় শিশুর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । আর এর পরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা পথ অবরোধ শুরু করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটরটি ধাক্কা মেরেই দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। শেষে কাটোয়ার গাঁফুলিয়ে গ্রামের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উলটে পরে । স্থানীয় গ্রামবাসীরা ট্রাক্টর চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে ৷ পাশাপাশি শিশুর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা তাজমিরা বিবি । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে ।।