এইদিন ওয়েবডেস্ক,চিক্কাবল্লাপুর(কর্ণাটক),১৭ এপ্রিল : অবৈধ কসাইখানা থেকে গবাদি পশু উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হল কর্ণাটক পুলিশ ও একটি পশুপ্রেমী সংস্থার লোকজন । শনিবার ঘটিনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর (Chikkaballapur) জেলার আলিপুরা(Allipura) গ্রামে । উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে । বোরখা পরিহিতা মহিলারাও পুলিশের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় । তারা পুলিশ ও গৌজ্ঞান ফাউন্ডেশন (GauGyan Foundation) নামে একটি এনজিওর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ । খবর পেয়ে চিক্কাবল্লাপুরের এসপি মিঠুন কুমারের নির্দেশে অতিরিক্ত পুলিশবাহিনী গিয়ে একটি খোলা শেডের মধ্যে রাখা কমপক্ষে ৩০ টি গবাদি পশুকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় । এই ঘটনায় মঞ্চনাহলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
প্রসঙ্গত,গৌজ্ঞান ফাউন্ডেশন(GauGyan Foundation) নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি গরুর বেআইনি জবাই প্রতিরোধে কাজ করে । ওই সংগঠনের তরফ থেকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এটি সম্পর্কে পোস্ট করা হয় । পোস্টে দাবি করা হয়েছে,’কবরস্থান স্ট্রিট, আলিপুর, মানচেনহাল্লি পিএস সীমা, চিকবেল্লাপুর মিলে দেড় শতাধিক গরু এবং ষাঁড়কে অবৈধ জবাই করার জন্য রাখা হয়েছে । থানার আশেপাশে গবাদি পশু, তাদের চামড়া, রক্ত, অঙ্গ-প্রত্যঙ্গ দেখা গেছে । পুলিশ কি ঘুমাচ্ছে? গৌবংশকে উদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার ।’
আর এরপরেই পরেই নড়েচড়ে বসে পুলিশ । কিন্তু পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন গেলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কয়েকজন বোরখাধারী মহিলা তাদের বাধা দেয় ও পাথর ছোড়ে বলে অভিযোগ । যদিও শেষ পর্যন্ত গবাদি পশুগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ।
এই কারনে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে গৌজ্ঞান ফাউন্ডেশন । সংস্থাটির টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,’চিকবেলাপুর পুলিশের সাহসী পদক্ষেপ ! সমস্ত গৌবংশ এবং স্বেচ্ছাসেবকদের নিরাপদে সরিয়ে আনার জন্য পুলিশকে ধন্যবাদ জানাই ।’।